একদিকে নববর্ষ, অন্যদিকে রবিবাসরীয় নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিগত ৫ বারের বিজয়ী সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রবিবার সকাল সকাল তিনি হাজির হলেন বহরমপুরের খাগড়া বাজার দয়ানগরে। সেখান থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে প্রচার অভিযান শুরু করেন তিনি। এরপর হোতা সাঁকো, দয়ানগর, ইন্দ্র পূরী হয়ে তেলগড়িয়া এলাকায় গিয়ে শেষ হয় তার এই প্রচার পর্ব। এছাড়াও এদিন দুপুরে ভরতপুর বিধানসভা কেন্দ্রে ও বিকেলে কান্দির রণগ্রামে রয়েছে তার একাধিক কর্মসূচি বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।