আজ বাংলা বছরের প্রথম দিন নির্বাচনী প্রচারে বেরিয়েও রাজনীতির বিষয়ে কোনো কথাই বলতে চাইলেন না প্রার্থী। রবিবার সকাল সকাল বহরমপুরের কুঞ্জঘাটা, সৈদাবাদ সহ খাগড়ার বিভিন্ন এলাকায় প্রচার সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা। আজ নববর্ষের পূণ্য প্রভাতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বহরমপুর পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচার সারেন তিনি। সঙ্গে ছিলেন বহরমপুর বিধানসভার বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র সহ দলের সক্রিয় কর্মীরা। এলাকার জনসাধারণ চাইছে- নতুন পৃথিবী গড়তে- এদিন প্রচার পর্বের মাঝে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনই বক্তব্য রাখলেন বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা।