Reported By:- Binoy Roy
১৭ ই এপ্রিল অর্থাৎ বুধবার, সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে রামনবমী উৎসব, সারা ভারতের সাথে সাথে বহরমপুর শহরেও পালিত হল রামনবমীর উৎসব। উক্ত উৎসবে ভিড় ছিল চোখে পড়ার মতো, উক্ত দিনে রামনবমী সম্বন্ধে বক্তারা রাখলেন বহরমপুর বিজেপি সাংসদ সুব্রত মৈত্র। ও বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা।