Skip to content

ট্রান্সফরমারতে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

Reported by:- Masud Rana

বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের ধুলাউড়ি এলাকায় ট্রান্সফরমারতে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ তিন বছর থেকে গ্রীষ্মকাল এলেই বিদ্যুতের পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ না থাকায় বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় ওই এলাকার মানুষজনকে। গ্রামবাসীদের দাবি পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ না থাকায় রাতে এই গরমে ঘুমানো থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কাজে অসুবিধার শিকার হন গ্রামবাসীরা। তাছাড়া পরিবারের বৃদ্ধ নারী পুরুষ ঘুমানোর এবং ছাত্রছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রে প্রচুর সমস্যার সম্মুখীন হন। তিনারা আরো জানান ডোমকল ইলেকট্রিক সাপ্লাই অফিস এবং রানীনগরেও জানিও কোন সুরাহা হয়নি । গ্রামবাসীরা জানান এই সমস্যার যতদিন পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত তারা এই বিক্ষোভ অব্যাহত রাখবে।

Leave a Reply

error: Content is protected !!