রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে করণদিঘী ব্লকের রসাখোয়া ফুটবল মাঠে বিজয় সংকল্প মিছিলের আয়োজন করা হয় মঙ্গলবার। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘রায়গঞ্জে এইমসের পরিকল্পনা করা হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তা হতে দেননি।’ পশ্চিমবঙ্গের মানুষের কাছে অমিত শাহের বার্তা এই লোকসভা নির্বাচনে যদি বিজেপি ৩০ থেকে ৩৫টি আসন পায় তাহলে উত্তরবঙ্গের মানুষের জন্য আলাদা কাজ শুরু করবে মোদি সরকার। তিনি আরও বলেন বাংলাকে হিংসা থেকে মুক্ত করতে হলে, অনুপ্রবেশ রুখতে হলে, শরণার্থীদের নাগরিকতা দিতে হলে, একমাত্র রাস্তা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী বানানো।