আজ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী গৌরীশংকর ঘোষের সমর্থনে এলেন মিঠুন চক্রবর্তী. মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এর বাঘডহর মোড় এলাকায় তিনি আজ রোড শো করেন. তাকে দেখার জন্য মানুষের ভিড় ছিল রীতিমতো লক্ষ্য করার মতন। আজ মুর্শিদাবাদ জেলায় তার দুটি কর্মসূচি রয়েছে. প্রথম কর্মসূচি যেটি মুর্শিদাবাদে জিয়াগঞ্জে দ্বিতীয় কর্মসূচি রয়েছে জঙ্গিপুর লোকসভার অন্তর্গত নবগ্রামে সেখানে জঙ্গিপুর লোকসভার প্রার্থী ধনঞ্জয় ঘোষের হয়ে প্রচার করবেন তিনি