মুর্শিদাবাদে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষের হয়ে প্রচারে মিঠুন চক্রবর্তী. নবগ্রামের চাণক এলাকায় তিনি নামেন তারপরেই তার প্রচার শুরু হয় সেখানে তিনি একটি জনসভায় অংশগ্রহণ করেছেন. বিজেপি কর্মী ও সমর্থকদের ভিড়ের পাশাপাশি স্থানীয় মানুষ জন মহাগুরুকে দেখার জন্য যথেষ্টই বেশি পরিমাণে ভিড় করেছে. আজ জেলায় তার দুটি প্রোগ্রাম. প্রথমটি মুর্শিদাবাদ কেন্দ্রে গৌরী শঙ্কর ঘোষ বিজেপির প্রার্থী তার হয়ে রোড সো তার পরে নবগ্রামে তার জনসভা