সিপিএম কংগ্রেস অর্থাৎ জোটের মিছিলে বোমা হামলার অভিযোগ, ঘটনাটা ঘটেছে রাণীনগর বিধানসভার পানিপিয়া নজরানা এলাকায়। সূত্রের খবর কারোর কোন ক্ষয়ক্ষতি হয়নি, জোটের সভা ছিল নজরানা এলাকায়, মিছিল করে আসার সময়তেই সভা বানচাল করার জন্য মিছিলের উপর হামলা করে দুষ্কৃতীরা।