10 হাজার ইউএস ডলার উদ্ধার

Reported By:- Masud Rana

15 ই সকাল আটটার সময় 141 নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ জলঙ্গি ক্যাম্পের জওয়ানরা সীমান্তে ডিউটি করছিল। তখন সরকারপাড়া এলাকা দিয়ে একজন পাচারকারী ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। কর্মরত সীমান্ত জওয়ানরা ওই ব্যক্তিকে সন্দেহ করলে তিনি চম্পট দেয়। তারপর সেখান থেকে তল্লাশির পর সেখান থেকে ওই পরিচয় পত্র সহ 10 হাজার ইউএস ডলার উদ্ধার হয়। ভারতীয় মূল্য 7,44010টাকা।

Leave a Reply

error: Content is protected !!