সামনেই লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের প্রাক্কালে জেলার একদিকে ঘটছে বোমা বিস্ফোরণের ঘটনা, অন্যদিকে উদ্ধার হচ্ছে একাধিক জার বোঝাই তাজা বোমা। সোমবার সকালে বেলডাঙা থানার ঝুমকা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনার পর এবার রেজিনগরে উদ্ধার হ'ল দুই জার ভর্তি তাজা বোমা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- এদিন সকাল গড়ালে রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়া সংলগ্ন রাস্তার ধার থেকে উদ্ধার হয় দুটি প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমা। বিষয়টি জানাজানি হতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজন ও গ্রামবাসীর মধ্যে। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। যদিও কে বা কারা এই ঘটনায় জড়িত রয়েছে- বিষয়টি এখনও পর্যন্ত রয়েছে ধোঁয়াশায়। সব মিলিয়ে প্রশ্ন উঠছে- নির্বাচনের আগে একের পর এক বোমা বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনায় যেভাবে ক্রমশ উত্তপ্ত উঠছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের বাতাবরণ তাতে কতটা শান্তিপূর্ণ ভাবে হওয়া সম্ভব মুর্শিদাবাদ জেলায় আসন্ন লোকসভা নির্বাচন।