জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনের সমর্থনে লাল ঝাণ্ডার মিছিলে উত্তাল হল নবগ্রাম। এদিন সিপিআই(এম) এর ডাকে আলাদাভাবে মুর্তজা হোসেনের সমর্থনে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয় নবগ্রামে। মিছিল সিপিআই(এম) নবগ্রাম পার্টি অফিস থেকে শুরু হয়ে নবগ্রাম ব্লক মোড়, কালিতলা মোড়, সোসাইটি মোড় পরিক্রমা করে শেষ হয় নবগ্রাম বাসস্ট্যান্ডে। সেখানে পথসভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা মুকুল মন্ডল, সৈয়দ নুরুল হাসান, কংগ্রেস নেতা মীর বাদাম আলি ,গুড্ডু প্রসাদ যাদব সহ আরো অনেকে ।সভাপতিত্ব করেন সঞ্জীব পান্ডে। মিছিলকে ঘিরে সারা নবগ্রাম জুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যায়।