মুর্শিদাবাদের রাণীনগর বিধানসভার গোধনপাড়ায় মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে ও রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে নির্বাচনী জনসভা। আগামী তিনেই মে অর্থাৎ শুক্রবার গোধনপাড়ার রূপায়ণ ক্লাবের মাঠে এই জনসভায় আসছেন টলিউড তারকা দেব। রানীনগর বিধানসভার যুবদের বহুদিন থেকেই সৌমিক হোসেনের কাছে দাবি রানীনগরের বুকে দেবকে নিয়ে আসার, মূলত সেই কারণেই নির্বাচনী জনসভায় নিয়ে আসা হচ্ছে টলিউড তারকা ও ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দেবকে।