ফের মহম্মদ সেলিমকে ঘিরে তৃণমূলের গো ব্যাক স্লোগান। তৃণমূল কর্মীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল সেলিমের বিরুদ্ধে। ঘটনাটি লোচনপুর প্রাম পঞ্চায়েতের মোহনপুর ৩৯ নম্বর বুথের। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম সারিকুল ইসলাম। সারিকুলের অভিযোগ সকালেই সিপিএম সমর্থকরা তড় উপর চড়াও হয়ে মারধর করে।