মুর্শিদাবাদের রানীনগরের পূর্বপাড়া এলাকায় বসবাস। তিন বছর বয়স থেকেই শেকলে বাধা সামিউল ইসলাম। বর্তমানে তার বয়স ২৩ বছর। সামিউলের বাবা মা জানান, ছোটো থেকেই মানষিক ভারসাম্যহীন। তিনবছর বয়স থেকেই শেকলে বাধঁতে বাধ্য হতে হয়। রাস্তা পথ চলতি মানুষকে হেনস্থা পাড়া এলাকায় বিভিন্ন জিনিস নষ্টের অভিযোগ আসতে থাকে বাড়িতে। তারপরেই সুযোগ বুঝে শেকলে বাঁধতে হয়। এখন বর্তমান বয়স তার ২৩ বছর। টানা ২০ বছর থেকে শেকলে বাঁধা রয়েছে।বছর ১৫ আগে স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করলে কিছু টাকা সাহায্য পেলেও তাতে চিকিৎসা করানো হয়নি সামিউলের।