Skip to content
সি পি আই এম প্রার্থীকে ভোট দেওয়ার অপরাধে সাধারণ মানুষের ওপর চড়াও তৃণমূল কর্মীরা

সি পি আই এম প্রার্থীকে ভোট দেওয়ার অপরাধে সাধারণ মানুষের ওপর চড়াও তৃণমূল কর্মীরা

Reported by:- Masud rana

মুর্শিদাবাদের ইসলামপুরের পাহাড়পুরে সি পি আই এম প্রার্থীকে ভোট দিয়েছে এই সন্দেহে তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তার দলবল এক পরিবারের উপর চড়াও হয়। গন্ডগোল থামাতে গিয়ে তনুজা বিবি নামের বছর ৪৫ এর এক মহিলা সিপি আই এম সমর্থক জখম হয়েছেন। জানা গেছে আজ সকালে তনুজাদের চা য়ের দোকানে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সাজাহান শেখ তার লোকজন নিয়ে এসে তর্ক শুরু করে,তা সংঘর্ষের চেহারা নেয়। তখনই অভিযুক্তরা পড়ে থাকা বাঁশ লাঠি নিয়ে চড়াও হয়। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংঘর্ষের কথা অস্বীকার করা হয়েছে। ইসলামপুর থানার পুলিশ এলাকায় টহল শুরু করেছে।

Leave a Reply

error: Content is protected !!