নাচে গানে গতরাতের অনুষ্ঠান হয়ে উঠেছিল অনবদ্য। অনুষ্ঠানের শুরুতে অমিত চক্রবর্তী পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে' এবং 'চরণ ধরিতে দিয়ো গো আমারে', পরে বিভিন্ন সময়ে সোমা দাস পরিবেশন করেন, 'একটুকু ছোঁয়া লাগে', আদিত্য ভৌমিক পরিবেশন করেন 'আমার পরান যাহা চায়' এবং 'তুমি রবে নীরবে', নেহা পরিবেশন করেন 'পুরানো সেই দিনের কথা' এবং আনন্দ চক্রবর্তী গেয়ে শোনান এ মণিহার আমায় নাহি সাজে'। দেবাঞ্জনা রায় পরিবেশন করেন 'সখী ভাবনা কাহারে বলে' ও 'চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে'।
রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন দীপান্বিতা সাহা, সমিতা সিনহা ও ঈশিতা।
শেষে সমবেত সঙ্গীত রূপে সকল শিল্পী পরিবেশন করেন 'যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে'।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজাতা ভট্টাচার্য।