বহরমপুরে রোড শো তে বেরিয়ে লস্যিতে চুমুক ইউসুফ পাঠানের। শনিবার দুপুরে বহরমপুর এর কুঞ্জুঘাটা এলাকা থেকে শেষ নির্বাচনী প্রচারে বেরিয়ে রোড শো শুরু করলেন বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি নেতৃত্বে ইউসুফ পাঠান কে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে এই রোড শো শুরু হয়। বহরমপুরের খাগড়া এলাকায় ইউসুফ পাঠান হুড খোলা গাড়িতে থাকা অবস্থায় এক লস্যি বিক্রেতা এক ভাড় লস্যি তুলে দেন ইউসুফ পাঠানের হাতে। রোড শো চলাকালীন তপ্ত গরমের মধ্যে ঠান্ডা লস্যিতে চুমুক দেন ইউসুফ পাঠান।