রাত পোহালেই হাইভোল্টেজ বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। এখন শুধু অপেক্ষা সাধারন জনগন শান্তির পক্ষে সওয়াল করবেন নাকি প্ররোচকের সাজানো ছকে পা দিয়ে রক্তাক্ত হবে বহরমপুরের মাটি।১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১৭ লক্ষ ৮৩হাজার ৭৮ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লক্ষ ৬ হাজার ৭৬০ জন,মহিলা ভোটার ৮ লক্ষ ৭৬ হাজার ২৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৫ জন। বহরমপুর লোকসভা কেন্দ্রের মোট বুথের সংখ্যা ১৮৭০টি যার মধ্যে ৫৫৮টি বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। চতুর্থ দফার এই নির্বাচনে শুধুমাত্র বহরমপুর লোকসভা কেন্দ্রেই ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
রবিবার সকাল থেকে বহরমপুর স্টেডিয়াম মাঠে খোলা হয়েছে ডিসিআরসি কেন্দ্র। সেখান থেকে ইতিমধ্যেই ভোট কর্মীরা নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিতে শুরু করেছেন। মোট বুথ কর্মীর সংখ্যা ৯৩৯৫ জন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় নির্বাচন কমিশন।