Skip to content
এবার সজল ধারা নিয়ে দুর্নীতির অভিযোগ ডোমকলে

এবার সজল ধারা নিয়ে দুর্নীতির অভিযোগ ডোমকলে

Reported By:- Masud Rana

বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য পঞ্চায়েতের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম এলাকায় বসানো হয় সজলধারা প্রকল্প। গ্রামের মানুষজনকে বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার জন্য রাজ্য সরকারের অন্যতম জল প্রকল্প সজলধারা। এই সজলধারার মাধ্যমে সাধারণত জল পেয়ে থাকে গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন। তবে এই প্রকল্পে অন্যরকম ছবি উঠে এলো মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের বক্সিপুর থেকে, বাড়ির সামনে বসানো সজল ধরা প্রকল্প থেকে জল সংগ্রহ করে পাড়ায় পাড়ায় বিক্রি করছেন বক্সিপুরের ফিরোজ শেখ। দীর্ঘ কয়েক মাস ধরেই চালাচ্ছেন এই অবৈধ ব্যবসা বলে জানিয়েছেন গ্রামের মানুষজন ।এই প্রসঙ্গে ফিরোজ শেখর বক্তব্য:- মৌখিকভাবে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ স্টাফকে জানিয়ে এই জল বিক্রির কাজ শুরু করেছিলেন তিনি। পুরো ঘটনাই পঞ্চায়েত প্রধান প্রতিনিধি সৌরভ হোসেন বলেন:- পুরো বিষয়টা আমার অজানা ছিল আইনগতভাবে পঞ্চায়েতের মাধ্যমে এই অবৈধ ব্যবসার পদক্ষেপ গ্রহণ করব।

Leave a Reply

error: Content is protected !!