প্রধানমন্ত্রীর ঘোষণা "কৃষি আইন প্রত্যাহার" অবিলম্বে পার্লামেন্টে কার্যকর করার দাবিতে ডোমকল টাউন কংগ্রেসের মিছিল। আজকের এই মিছিল ডোমকল ব্লক কংগ্রেস পার্টি অফিস থেকে বের হয়ে ব্রিজ মোড় হয়ে পুরানো বিডিও অফিস মোড় পর্যন্ত যায়। উপস্থিত ছিলেন ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি রবিউল ইসলাম, কংগ্রেস সভাপতি মসিউর রহমান টাইটান, জেলা ছাত্র নেতা তৌসিফ জামান সহ আরো অনেকে।