ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বললেন ভোট দেওয়া হল একটা উৎসব এই উৎসবে আমিও সামিল হয়েছি সামিল হয়ে আমার খুবই ভালো লাগছে। এছাড়াও তিনি বললেন গত ৭ই মে মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনের দিন তিনি ভোট দিতে পারেননি তাই আজ অর্থাৎ ১৩ই মে নওদার ভূমিপুত্র হয়ে নওদা এসে তিনি ভোট দিলেন। তিনি আরো বললেন সর্বোপরি বাংলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে এটা দেখার পর তার খুব ভালো লাগছে। এবং সর্বশেষে তিনি বললেন বহরমপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী অর্থাৎ ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি বিপুল ভোটে জয়ী হবেন।