Skip to content
এই বছর সিনে টলি অ্যাওয়ার্ড পেলেন টলি পাড়ার অর্ধশতাধিক অভিনেতা ও অভিনেত্রী

এই বছর সিনে টলি অ্যাওয়ার্ড পেলেন টলি পাড়ার অর্ধশতাধিক অভিনেতা ও অভিনেত্রী

Reported By News desk

এই বছর সিনে টলি অ্যাওয়ার্ড পেলেন টলি পাড়ার অর্ধশতাধিক অভিনেতা ও অভিনেত্রী কোলকাতা (১৩ মে '২৪):- গত রবিবার কোলকাতার 'পোলো ফ্লোটেল'-এ এক অনুষ্ঠানের মাধ্যমে এই বছরের 'সিনে টলি অ্যাওয়ার্ড' পেলেন 'টলিগঞ্জ ফিল্ম ইণ্ডাস্ট্রী'-র প্রায় অর্ধশতাধিক অভিনেতা ও অভিনেত্রী। পুরস্কার প্রাপকদের মধ্যে উল্লেখযোগ্য মুখ হিসেবে রয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়, হানি বাফনা, রূপসা চক্রবর্তী প্রমুখ অভিনেতা ও অভিনেত্রীগণ। ফ্যাশন ডিজাইনার রাই কিশোরী-র উদ্যোগে গতকাল কোলকাতায় আয়োজিত হয় এই বছরের 'সিনে টলি অ্যাওয়ার্ড' এবং 'ক্যালেন্ডার লঞ্চ' অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা হানি বাফনা,ভাস্বর চট্টোপাধ্যায়, রূপসা চক্রবর্তী, সৌরভ বন্দ্যোপাধ্যায়, ত্বরিতা চট্টোপাধ্যায়, গৌরব ঘোষাল, সংগীত শিল্পী সমিধ, সিধু, ফ্যাশন ডিজাইনার নিতু সাহা সহ অন্যান্যরা। সফল অনুষ্ঠানের শেষে রাই কিশোরী জানান, "দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল রূপে সুচারু ভাবে সম্পন্ন হল এই বছরের 'সিনে টলি অ্যাওয়ার্ড' ও 'ক্যালেন্ডার লঞ্চ'।

Leave a Reply

error: Content is protected !!