বাচ্চাদের হাত পাখা দিয়ে বাচ্চাদের হাওয়া করে দিচ্ছে দিদিমণিরা

বাচ্চাদের হাত পাখা দিয়ে বাচ্চাদের হাওয়া করে দিচ্ছে দিদিমণিরা

Reported By:- Masud Rana

ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার অন্তর্গত রাজাপুর পঞ্চায়েতের বেশ কয়েকটি অঙ্গন‌ওয়ারি স্কুলে বিদ্যুতের সংযোগ না থাকার কারনে ছোটো ছোটো বাচ্চারা অসুস্থবোধ করছে দেখা যাচ্ছে দিদিমণিরা বাচ্চাদের হাত পাখা দিয়ে বাচ্চাদের হাওয়া করে দিচ্ছে এইভাবে কতদিন চলবে , ,যদিও কিছু কিছু সেন্টারে ওয়ারিং হয়েছে কিন্তু লাইনের সংযোগ নেই , আর কিছু কিছু সেন্টারে ওয়ারিং নেই,,তারা ক্লাস রুমে থাকতে পারছেন না , কিছু কিছু অঙ্গন‌ওয়ারিতে জলযোগের ব্যাবস্থা নেই , এতো গরমে যেখানে বড়দের জন্য সরকার স্কুল ছুটি নির্ধারিত করেছে সেখানে বাচ্চারা কেনো এতো তাপমাত্রাপ্রবাহে ছুটে আসতে হচ্ছে স্কুলে,,এমন‌ই কথা উঠে আসছে অভিভাবক ও অঙ্গন‌ওয়ারি স্বেচ্ছাসেবিকা দিদিমণি মন্তব্য করেন, সরকার কে অনুরোধ করা হচ্ছে অঙ্গন‌ওয়ারী বিভাগে একটু দৃষ্টি আকর্ষণ করুক এই মন্তব্য করেছে গাম্য মেম্বার কানাই মণ্ডল মহাশয় ও দিদিমণিরা সবচেয়ে বড় সমস্যাবোধ করেছে, ঠিকমতো রান্নাঘর নেই, আর যদিও থেকে থাকে তাহলে ঘরে কোনো ঝাওনি নেই, এক ঘরের মধ্যে রান্না খাওয়া-দাওয়া ইত্যাদি ,আসবাসপত্র, ছোটো ছোটো বাচ্চারা অসুস্থবোধ করছে, এমন‌ই ছবি দেখা গিয়েছে কিছু অ‌ঙ্গন‌ওয়ারি স্কুলে

Leave a Reply

error: Content is protected !!