বিসর্জনের পথে ১৪৭ বছরের পুরাতন ভৈরব

বিসর্জনের পথে ১৪৭ বছরের পুরাতন ভৈরব

Reported By :- Binoy Roy

মঙ্গলবার বহরমপুরের খাগড়া ভৈরবতলা মন্দির থেকে অন্যান্য বছরের মতো এবারেও বিশাল আকৃতির ভৈরব বিসর্জনের পথে রওনা দিয়েছে। অনেক টালবাহানার পরে হাইকোর্টের অনুমতি পেয়ে তাদের নির্দেশ মেনে ভৈরবকে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হয়। তবে অন্যান্য বছরের চেয়ে অনেক কম সংখ্যক লোক এদিন শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। গোটা বহরমপুর শহর পরিক্রমা করে সন্ধ্যার দিকে গঙ্গা নদীতে বিসর্জন পর্ব শেষ হবে।

Leave a Reply

error: Content is protected !!