মতিঝিলকে তুলে দেওয়া হল রাজ্য ট্যুরিজমের হাতে

মতিঝিলকে তুলে দেওয়া হল রাজ্য ট্যুরিজমের হাতে

Reported By:- Binoy Roy

পর্যটন কেন্দ্র গুলিকে আরও উন্নত করতে আরও পর্যটক আনোট  মুর্শিদাবাদের পর্যটক কেন্দ্র প্রকৃতি তীর্থ মতিঝিলকে তুলে দেওয়া হল রাজ্য ট্যুরিজমের হাতে। বুধবার বহরমপুর সার্কিট হাউসে ট্যুরিজম সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পর্যটনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ খুব গুরুত্বপূর্ণ একটি জেলা। এই জেলার পর্যটন কেন্দ্র গুলিকে একত্রিত করতে সার্কিট ট্যুরিজম তৈরি করা হবে। এদিন ট্যুরিজম সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, মুর্শিদাবাদ জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী সহ অন্যান্য আধিকারিকগন আজ জেলার বিভিন্ন ট্যুরিজম কেন্দ্রগুলি ঘুরে দেখবেন।

Leave a Reply

error: Content is protected !!