Skip to content
ছেলে হয়ে ছেলের সঙ্গে প্রেম

ছেলে হয়ে ছেলের সঙ্গে প্রেম

Reported By:-  Masud Rana

ছেলে হয়ে ছেলের সঙ্গে প্রেম, আর সেই প্রেম হল বিচ্ছেদ তিন বছর পর ঘনিষ্ঠ সম্পর্কের বিচ্ছেদ হল আর সেই বিচ্ছেদ হওয়ার কারণ টাকা , জানা যায় সুজন শেখ বয়স 26 নামের এক যুবকের সঙ্গে মহিম শেখ বয়স 22নামের আরেক যুবকের ছিল বন্ধুত্ব তারপরে শুরু হয় গভীর প্রেম অভিযোগ সুজনের কিন্তু ঠিক কি কি কারণে কিভাবে বিচ্ছেদ জানাবো আমরা সঙ্গে থাকুন জানাযায় মহিম শেখের বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত নরসিংহপুর বারোমাসিয়াই,ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত কাটাবাড়ি ঘোষপাড়া এলাকায়, যুবক সুজন শেখের সঙ্গে জানা যাই মঙ্গলবার সন্ধ্যা আটটা নাগাদ প্রেমিক মহিম শেখকে 1লাখ 45হাজার টাকা দেয় সুজন শেখ স্বপ্নের R15 বাইক কেনার জন্য, কিন্তু টাকা পাওয়ার পরেই মোবাইল অফ করে রেখে দেয় মহিম শেখ, সে কারণে আজ অর্থাৎ শনিবার সাগরপাড়া থানাতে মহিম শেখের নামে ডায়েরি করে সুজন শেখ। এবং সুজন শেখ কি বলছে জানবো বিস্তারিত তার মুখে

Leave a Reply

error: Content is protected !!