হসপিটাল চত্বরে মিলছে না পানীয় জল এতে বিপাকে পড়েছেন রোগীর আত্মীয় পরিজনেরা এমন চিত্র মুর্শিদাবাদে জলঙ্গি থানার সাদি খাঁন দিয়ার গ্রামীণ হসপিটালে 5 লক্ষ টাকারও বেশি ব্যয় করে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল ওয়াটার এটিএম আর সেই ওয়াটার এটিএম থেকেও মিলছে না পানীয় জল পাশাপাশি দুটো টিউবল রয়েছে আর সেই টিউবলেও মিলছে না পানীয় জল রোগীর আত্মীয় পরিজনদেরকে বাইরে থেকে কিনে খেতে হচ্ছে পানীয় জল সিএন এর ক্যামেরার সামনে খুব উগরে দিলেন রোগীর আত্মীয় পরিজনেরা যদিও এই বিষয়ে কিছুই বলতে চাইনি প্রথমে সাদি খাঁন দেয়ার গ্রামীণ হসপিটালের BMOH ওয়াসিম রেজা পরবর্তীতে তিনি আবার ও পরে সিএন ক্যামেরার সামনাসামনি হয়ে বলেন সমস্যা রয়েছে আমরা স্থানীয় বিধায়ককে জানিয়েছি অতি শীঘ্রই ঠিক করে দেওয়ার কথা জানিয়েছেন তবে কেন সি এন এর ক্যামেরার সামনে প্রথমে আসতে চাইছিলেন না সাদি খাঁন দেয়ার গ্রামীণ হসপিটালের BMOH ওয়াসিম রেজা তাহলে কি নিজের ইচ্ছাতে তিনি বাইরের ব্যবসায়ীদের ব্যবসা করতে দেওয়ার জন্যই কি সারাতে চাইছে না, শুধু ওয়াটার এটিএম নয় পাশাপাশি হসপিটাল চত্বর এর ভেতরে রয়েছে দু-দুটি টিউবল সেই দুটি টিউবলেও ভগ্ন দশায় পড়ে রয়েছে যেখানে হসপিটাল চত্বরের ভেতরেই কখনো ওয়াটার এটিএম তো আবার কখনো টিউবল কিছুতেই মিলছে না পানীয় জল আর এতেই বিপাকে পড়ছেন রোগীর আত্মীয়র