এই মুহূর্তে সব থেকে বড় খবর, তৃণমুল নেতার বাড়িতে দুষ্কৃতিদের হামলা। গভীর রাত্রে বোমা হামলায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে ডোমকল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাড়ুরপাড়া এলাকায়। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের INTTUC ডোমকল টাউন সভাপতি নূরাবুল ইসলাম। তার বাড়িতেই বোমা হামলা। গভীর রাত্রে দুষ্কৃতীরা বোমা হামলা চালায় বলে অভিযোগ। জানা যায় রাত দুটো নাগাদ জলঙ্গীর দিক থেকে বাইকে আসে দুজন দুষ্কৃতি, বালতিতে করে তাজা সকেট বোমা নিয়ে আসে, তার পরেই বোমা হামলা চালায় তৃণমুল নেতার বাড়িতে। বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে আসে এবং দুষ্কৃতীরা ঘটনা স্থান ছেড়ে চম্পট দেয়। তবে নুরাবুল ইসলামের অভিযোগ, লোকসভা ভোটে ৬ নম্বর ওয়ার্ডে দাত ভোকাতে পারেনি জোটেরা, সেই কারনেই আতঙ্ক ছড়িয়ে ভয় দেখিয়ে জায়গা করতে চাইছে জোট। তবে ভোট গণনার পরে গন্ডগোলের গন্ধ পাওয়াই যাচ্ছে ডোমকল থেকে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।