জয়লাভ করার পর ইউসুফ পাঠান প্রথমে ধন্যবাদ জানান সকল জনগণ এবং প্রেস মিডিয়া বন্ধুদের। তার এই জয়লাভ কে তিনি জনগণের জয়লাভ বলে ভূষিত করেন। তিনি যেমন খেলায় মাঠে ঠিক তেমনি রাজনৈতিক বিভাগেও তিনি অনেকটাই প্রশংসনীয় জায়গা অর্জন করেছেন এই লোকসভা ইলেকশনে। তার বক্তব্যে তিনি পরাজিত অধীর রঞ্জন চৌধুরীর প্রতিও সম্মান প্রদর্শন করেন। তার বক্তব্যে তিনি আরো বলেন যে বাচ্চাদের খেলার একাডেমি গঠন এবং শিল্প প্রতিষ্ঠানে তিনি যথেষ্ট মনোযোগী।