বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মিশন ইউনিভার্সিটি সহযোগিতায় মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এবং ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজ বহরমপুরে বিলুপ্তপ্রায় গাছের চারা রোপন করা হলো। এদিন বিভিন্ন প্রকার দেশীয় প্রজাতির গাছ রোপনের প্রতি গুরুত্ব দিয়ে অর্জুন নিম বহেড়া অশোক কাঠবাদাম বাক্সবাদাম পলাশ হিজল পেয়ারা জাম এবং আম গাছ রোপন করা হলো। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যক্ষা শ্রীমতি সুজাতা ব্যানার্জি, এবং ক্রিশ্চিয়ান ট্রেনিং চার্চ কলেজের প্রিন্সিপাল এবং সহকারী অধ্যাপকেরা।