তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূল কর্মী, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার হরিভক্তপুর এলাকায়। আহত ওই ব্যক্তির নাম আন্তাজুল সেখ।
জানা যায় পঞ্চায়েত ভোটের সময় জোটের দল করত পক্ষী শেখ, এবং শাসক দল করতো আন্তাজুল শেখ। পঞ্চায়েত ভোটের আগেই তাদের দুজনের মধ্যে গন্ডগোল হয়েছিল। পঞ্চায়েত ভোটের বেশ কিছুদিন পরেই পক্ষী শেখ যোগ দেয় তৃণমূলে, এবং আন্তাজুল শেখ বাইরে চলে যায় পরিযায়ী শ্রমিকের কাজে। তারপরেই আজ বিদেশ থেকে গ্রামে ঢোকেন আন্তাজুল, বাড়িতে ঢুকতেই পারেনি টোটো থেকে নামার সময়তেই আনতা জলের উপর আক্রমণ করে পক্ষী শেখ। ঘটনায় আহত হয় আন্তাজুল। ঘটনাস্থানে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে তৃণমূল পরিচালিত সাদিখারদেয়াড় গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাবুল ইসলাম, তিনি জানান দুজনেই তৃণমূল দলের, কোন একটা ভুল বোঝাবুঝির কারণেই এটা হয়েছে, তবে একসঙ্গে বসে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন।