দেনার দায়ে আত্মঘাতী এক যুবক।ঘটনাটি ঘটেছে সাগরদীঘির ইটর গ্রামে।মৃত যুবকের নাম মারাদোনা মণ্ডল ওরফে টিকু মণ্ডল বয়স ১৬ বছর।পরিবার সুত্রে জানা যায় টিকু মণ্ডল স্থানীয় এক ঠিকাদারের কাছে নির্মান কর্মীর কাজ করত।কাজের সুবাদে ঠিকাদারের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার করে।ধারের টাকা পরিশোধ করতে পারছিল না।এ ব্যাপারে বেশ কয়েক বার চাপ দিতে থাকে ঠিকাদার।গতকাল রাত নয় টার সময় ঐ ঠিকাদার পুনরায় টাকা পরিশোধের জন্য চাপ দেয়, সেই চাপ সহ্য করতে না পেরে নিজের বাড়িতে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ঐ যুবক।এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদীঘি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায় সাগরদীঘি থানার পুলিশ।