বড় ভাইকে হাসুয়ার কোপ ছোট ভাইয়ের, গুরুতর আহত বড় ভাই। আহতের নাম তহিদুল শেখ বয়স ৪০ বছর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার সারাংপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় নিজের বাবাকে ধারালো অস্ত্র নিয়ে মাঝে মধ্যেই তাড়া করে তহিদুল। তারপরেই বড় ভাই তহিদুলকে অতিষ্ঠ হয়ে ধারালো অস্ত্রের আঘাত করে ছোট ভাই মনিরুল ইসলাম, আর তাতেই গুরুতর জখম। আহতের মা জানান, চার বছর আগে দুর্ঘটনায় তহিদুলের মাথায় আঘাত লাগে, তখন থেকেই মাঝে মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে তহিদুল, হঠাৎ হঠাৎ লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে পরিবারের লোকজনকে হেনস্থা করে, আজকেও ঠিক সেরকমই ঘটনা ঘটেছিল বাড়িতে। সহ্য করতে না পেরে ছোট ভাই মনিরুল ধারালো অস্ত্রের আঘাত করে বড় ভাই তহিদুলকে, তারপর এই ঘটনাস্থানের লুটিয়ে পড়ে, স্থানীয়রা তড়িঘড়ি করে নিয়ে আসে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয়।