ভ্যাপসা গরমে ঘন্টার পর ঘন্টা থাকে না বিদ্যুৎ। দিনের পর দিন এই সমস্যায় ভুগছেন ধনিরামপুর এলাকার সাধারণ মানুষ। ফলে ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সাগরপাড়ার ধনিরামপুরের ব্যবসায়ীরা। ঘটনার পর ধনিরামপুর বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর বাজার এলাকায়। বেলা সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত প্রায় আধঘন্টা ধরে চলে অবরোধ। ফলে সাগরপাড়া শেখপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সার সার দিয়ে দাঁড়িয়ে যায় যাত্রীবাহী যানবাহন। ভোগান্তির মধ্যে পড়ে সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন। পুলিশ পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।