Skip to content
তৃণমূল নেতার বিরুদ্ধে থানার দ্বারস্থ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর!

তৃণমূল নেতার বিরুদ্ধে থানার দ্বারস্থ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর!

Reported By:- News Desk

একটি জনপ্রিয় সমাজ মাধ্যমে মানহানিকর মন্তব্য করার জন্য বুধবার মুর্শিদাবাদ জেলা তৃনমূলের এক যুব নেতার বিরুদ্ধে বহরমপুর সাইবার ক্রাইম থানাতে লিখিত অভিযোগ করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বুধবার সকালে বহরমপুরে সাইবার ক্রাইম থানাতে এসে হুমায়ুন কবীর রেজিনগর বিধানসভা যুব তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর মুস্তাক আহমেদের বিরুদ্ধে লিখত অভিযোগ জানান। যদিও হুমায়ুন দাবি করেছেন মুস্তাক তৃণমূল কংগ্রেসের কোনও পদে নেই। হুমায়ুন কবীর বলেন," তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি লতিবুর রহমানের দাদার ছেলে মুস্তাক আহমেদ গত কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে আমার বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন। তাঁর অভিযোগ আমি নাকি বেলডাঙাতে কোনও এক ব্যক্তির জমি -জায়গা জোর করে দখল করার চেষ্টা করছি। তবে আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই বেলডাঙাতে আমার নিজের এক ছটাক জমি নেই এবং সেখানে কোনও জমি দখলের সাথে আমি জড়িত নই।" হুমায়ুন আরও বলেন,"মুস্তাক নিজের সোশ্যাল মিডিয়ার বার্তাতে যে সমস্ত ব্যক্তিদের নাম বলছেন তাদের কাউকেই আমি চিনি না। কিন্তু কোনও এক অজানা কারণে লোকসভা নির্বাচনের পর কারও প্ররোচনাতে এই জেলাতে পরিকল্পিতভাবে আমার সম্মানহানির চেষ্টা চলছে।" হুমায়ুন অভিযোগ করেন," ২০২২-এর পৌর নির্বাচনে মুস্তাক বেলডাঙা পুরসভার একটি ওয়ার্ডে কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়েছিলেন। কিন্তু তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছিল। ওই ব্যক্তি আমাকে দিন-সময় জানিয়ে বেলডাঙাতে যাওয়ার জন্য 'চ্যালেঞ্জ' করেছেন। আমিও তাঁকে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে আসার চ্যালেঞ্জ জানিয়ে রাখলাম। তখন দেখা যাবে কার কত ক্ষমতা।" তৃণমূল বিধায়ক বলেন,"গোটা বিষয়টি লিখিতভাবে জানিয়ে আজ আমি বহরমপুর সাইবার ক্রাইম থানাতে একটি অভিযোগ দায়ের করেছি। পুলিশ যদি ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেয় তাহলে আমি মুস্তাক আহমেদের বিরুদ্ধে মানহানির মামলা করব।"

Leave a Reply

error: Content is protected !!