Skip to content
দুই বন্ধু স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলো এক বন্ধু

দুই বন্ধু স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলো এক বন্ধু

Reported By:-  Binoy Roy

বৃহস্পতিবার দুপুরে রঘুনাথগঞ্জের সদরঘাটের ভাগীরথী নদীতে স্নান করতে এসেছিলো দুই বন্ধু। স্নান করতে নেমে এক বন্ধু তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিখোঁজের কিশোরের নাম মুরশালিম শেখ(১৭)। তার বাড়ি জঙ্গিপুর পুরসভার ২১নম্বর ওয়ার্ডের কাদিকোলায়। এদিন দুই বন্ধু নদীতে স্নান করতে নামলে সে আচমকাই তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিস। ঐ কিশোরের পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন প্রায় ১ঘন্টা অতিবাহিত হয়েগিয়েছে এখনও খোঁজার জন্য কোনো ব্যবস্থা কলরেনি পুলিশ প্রশাসন। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ডুবুড়ির টিমকে জানানো হয়েছে। ডুবুড়ির টীম আসলেই কিশোরের খোঁজে তল্লাশি চালানো হবে। ঐ একই ঘাটে দুই মাস আগেও একই ঘটনায় মৃত্যু হয়েছিল এক কিশোরের বলে জানায় পরিবারের সদস্যরা।

Leave a Reply

error: Content is protected !!