'দূরে কোথাও পত্রিকা সম্মান ২০২৪' প্রদান করা হলো। এবছর 'বর্ষসেরা আলোকচিত্রী'-র সম্মান পেলেন খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদার। 'বর্ষসেরা সাংবাদিক' এর পুরস্কার দেওয়া হয় মৃত্যুঞ্জয় রায়কে। এছাড়াও সংবর্ধনা দেওয়া হয় অভিনেতা সঞ্জয় বিশ্বাস, দৃষ্টিহীন ফুটবলার সঙ্গীতা মেত্যা, 'ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল' এর সচিব গৌতম দে, বিশেষভাবে সক্ষম সাহসী ছাত্র মণীশ ও দূরে কোথাও পত্রিকার সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে।