আজ বুধবার ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এই উপলক্ষে পুলিশ প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতার বার্তা সম্মিলিত পদযাত্রার আয়োজন করা হল। মুর্শিদাবাদ জেলা পুলিশ ও ট্রাফিক কর্মী দের নিয়ে সকাল থেকে বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী প্রচার চালানো হল। সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই প্রচার চালানো হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা জানিয়েছেন, মাদক জীবনের সবকিছু কেড়ে নেয়। তাই মাদক বর্জন করা অবশ্যই জরুরি। শরীরকে সুস্থ সবল রাখতে হলে মাদক সেবন এখনই ত্যাগ করা উচিত।