আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন করলো ডোমকল থানার পুলিশ প্রশাসনের তরফ হয়ে আই সি পার্থসারথি মজুমদারের নেতৃত্বে স্কুল ছাত্র পৌরসভার কাউন্সিলরগণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসাররা এবং পুলিশ ও সিভিল ডিপার্টমেন্টের মানুষজনকে নিয়ে ডোমকল এসডিও মোড় থেকে পুরনো ভিডিও অফিস পর্যন্ত রাজ্য সড়ক পরিক্রমা করে এসডিও অফিসের মোড়ে একটা ছোট্ট পথ সভা করলেন উপস্থিত ছিলেন এস ডি ও সুমিত কুমার রয় আইএএস, এসডিপিও শুভম বাজাজ আইপিএস উপস্থিত ছিলেন মহকুমা খাদ্য নিয়মক মুসির আহমেদ সহ আরো বিশিষ্টজনেরা।