গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যা রাত্রে মুর্শিদাবাদ জেলা দৌলতাবাদ শারশাবাদ তেতুলতলা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায় ,দৌলতাবাদ থানার ওসি দীপক হালদার সহ তিনার টিম।
অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান সাটার পিস্তলসহ এক রাউন্ড গুলি।
তারপরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ওই এলাকায় অসৎ কাজ করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল ওই যুবক । গোপন সূত্রে এলাকায় হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয় ।
ধৃত যুবকের নাম হাসানুজ্জামান মন্ডল । তার বাড়ি দৌলতাবাদের শরসাবাদ পশ্চিমপাড়া এলাকায়।
ধৃত যুবককে বৃহস্পতিবার বিচারকের কাছে পাঁচ দিনের পুলিশি হেফাজত আবেদন জানিয়ে বহরমপুর , জেলা জজ আদালতে পাঠায় পুলিশ।
কোথা থেকে আগ্নেয়স্থ নিয়ে আসা হয়েছিল , আগ্নেয়স্ত নিয়ে কি উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল যুবক , ঘটনার কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ ।