ইলেকট্রিক পরিষেবার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ সাগরপাড়ার ডুবাপাড়ায়। গ্রামে ঘন্টার পর ঘন্টা থাকে না বিদ্যুৎ পরিষেবা। ফলে ভ্যাপসা গরমে ছোট,বড়ো,অসুস্থ মানুষ সবার অসুবিধা হয়। পড়াশোনার ক্ষতি হয় ছাত্রছাত্রীদের। মঙ্গলবার সকাল দশটা থেকে ডুবাপাড়া মোড়ে অবরোধ চলছে। রাস্তায় বেঞ্চ পেতে,বাঁশ বেঁধে অবরোধ চলছে। ফলে সেখপাড়া সাগরপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সার সার দিয়ে দাঁড়িয়ে যায় বাস,লরি সহ অন্যান্য ছোট বড় যানবাহন। অসুবিধায় পড়েন পথচলতি সাধারণ মানুষ। কাজে বেরিয়ে আটকে পড়েন অনেকেই। গ্রামবাসীদের অভিযোগ,গ্রামে তিন দিন থেকে বিদ্যুৎ পরিষেবা নেই। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। ডুবাপাড়া,রামচন্দ্রপুর,পশ্চিম কাজীপাড়া এই তিনটি গ্রামে ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ মানুষ। ফলে ক্ষিপ্ত হয়ে সাগরপাড়া শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। গ্রামবাসীদের দাবি, তিনদিন থেকে অসুবিধা চলছে,রানীনগর ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেও কোন সুরাহা হয়নি। অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে হবে। না হলে কোন মতেই অবরোধ তোলা হবে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন। পুলিশ পৌঁছে গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছে। পরে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর বিদ্যুৎ দপ্তরের এসআই। তারপরেই গ্রামবাসীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরা।