নবাব সিরাজ -উদ- দৌল্লা স্মরণ সমিতির উদ্যোগে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ- উদ-দৌল্লার সমাধিক্ষেত্র খোসবাগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর মৃত্যু দিনটি পালন করা হল। শহীদ বেদীতে মাল্যদান ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদ সিরাজের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মরণ সমিতির সভাপতি সনৎ কর ,সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইমরান সাহেব, নজরুল চর্চা কেন্দ্রের সমঋতা মল্লিক ,সাংবাদিক সংঘের বিপ্লব বিশ্বাস সহ আরো অনেক গুণীজন। গান, আবৃত্তি, ছড়া ও আলোচনায় অনুষ্ঠান মঞ্চ মুখরিত হয়ে ওঠে।