মুখ্যমন্ত্রী মঞ্চ কাঁপানো বক্তব্যই সার, দিনের পর দিন মিলছে না পরিষেবা, হয়রানি শিকার প্রসূতি মহিলারা। ঘটনায় ডোমকল মহকুমা হাসপাতালের। বুধবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন দীর্ঘদিন ধরে পরিষেবা না পেয়ে হাসপাতাল থেকে ঘুরে যাওয়া প্রসূতি মহিলারা। দিনের পর দিন হাসপাতালে আসেন সরকারি পরিষবা পাওয়ার জন্য তবে কোন ফল হয়না। দুই সপ্তাহ থেকে প্রতিদিন বিনা পরিষেবা নিয়েই বাড়ি ফিরতে হয় প্রসূতিদের। প্রতিবাদে এবার ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন একাধিক প্রসূতি মা।
যে পরিষেবার জন্য হাসপাতালে দিনের পর দিন হন্যেহারা হচ্ছেন প্রসূতি মায়েরা সেই পরিষেবা হাসপাতালে দুয়ারের মুখে মিলছে পয়সা দিয়ে দালাল চক্রে ভরে উঠেছে ডোমকল মহকুমা ও ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল এমনই অভিযোগ প্রস্তুতিদের। ঘটনা নিয়ে হাসপাতাল সুপার ডক্টর সৌরভ শীল সঙ্গে কথা বলতে গেলে তিনি দেখা করতে চাননি।