Skip to content
“কাঞ্চন-শ্রীময়ী”-র রোম্যান্স  হানিমুনে গিয়ে জমে উঠেছে !

“কাঞ্চন-শ্রীময়ী”-র রোম্যান্স হানিমুনে গিয়ে জমে উঠেছে !

Reported By:-  News Desk

দীর্ঘদিন বিয়ে সম্পন্ন হলেও কাঞ্চন নিয়ে যাচ্ছেন না মধুচন্দ্রিমায়। এই নিয়ে শ্রীময়ীর মনে ছিল চাপা অভিমান। তবে অবশেষে স্ত্রীর সেই অভিমান মেটালেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। নববিবাহিতা স্ত্রীকে নিয়ে কাঞ্চন মধুচন্দ্রিমার জন্য উড়ে গেলেন মলদ্বীপ (Maldives) । মলদ্বীপে ওয়াটার ভিলায় নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী। শ্রীময়ী (Seeemoyee Chattoraj) তাঁদের মধুচন্দ্রিমার বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। মঙ্গলবার শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, তিনি তাঁর স্বামী কাঞ্চনের সাথে সমুদ্র সংলগ্ন পুলের জলে জলকেলি করছেন।

এই ভিডিওতে কাঞ্চনকে দেখা গেছে খালি গায়ে। আর কালো বিকিনিতে দেখা গেছে শ্রীময়ীকে। ভিডিও (Video) পোস্ট করে শ্রীময়ী ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা আজ আকাশে-বাতাসে’। কাঞ্চন ও শ্রীময়ীর হানিমুনের ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই তারকা দম্পতির হানিমুনের বিভিন্ন মুহূর্ত দেখে নেটিজেনরা করছেন বিভিন্ন রকম মন্তব্য। কেউ কেউ বলছেন, ৫০ পেরিয়ে গেলেও কাঞ্চন (Kanchan Mallick) এখনো যেন যুবক।

Leave a Reply

error: Content is protected !!