রানীনগরে জোটের দুজন প্রধান দলবদল করে যোগ দিল তৃণমূলে

রানীনগরে জোটের দুজন প্রধান দলবদল করে যোগ দিল তৃণমূলে

Reported By:-  Masud Rana

আবারও রানীনগরে জোটের দুজন প্রধান দলবদল করে যোগ দিল তৃণমূলে। মঙ্গলবার দুপুরে জিন্নাতপাড়া এলাকায় ব্লক সভাপতির বাড়িতে রানীনগর -২ ব্লকের কালীনগর-২ অঞ্চলের কংগ্রেসের প্রধান মান্নাফ হোসেন এবং কাতলামারী-১ অঞ্চলের প্রধান মাফরোজা খাতুন দলবদল করে তৃণমূলের পতাকা ধরলেন। বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে হয় যোগদান। এদিন দুজন প্রধান এবং আটজন পঞ্চায়েত সদস্য পাশাপাশি মালিবাড়ি-২ অঞ্চলের কংগ্রেসের যুব সভাপতি আব্দুর সাত্তার মন্ডল তৃণমূলে যোগদান করেন। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান,ব্লক সভাপতি মাহবুব মুর্শিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই যোগদানের ফলে রানীনগরে কার্যত ধুয়ে মুছে গেল বাম কংগ্রেস জোট।

Leave a Reply

error: Content is protected !!