মহরমের খেলা দেখতে গিয়ে পেটে ধারালো তরোয়াল ঢুকে মর্মান্তিক মৃত্যু হল বছর দশকের এক নাবালকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত জগতাই-অধিকারীপাড়ায়। এই ঘটনাতে আহত হয়েছেন এনামুল শেখ নামে বছর পঞ্চাশের আরও এক ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই নাবালকের নাম ওয়াশিকুল শেখ। তার বাড়ি সামশেরগঞ্জ থানার দুর্গাপুর গ্রামে। আহত এনামুল শেখের বাড়ি স্থানীয় কাশিমনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- এদিন দুপুরে এলাকায় মহরমের খেলা চলার সময় হঠাৎই একটি তরোয়ালের হাতল খুলে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তৎক্ষনাৎ ওয়াশিকুলকে নিকটবর্তী জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
যদিও এই দুর্ঘটনার পর মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে- ওয়াশিকুল নিজেই মহরম উপলক্ষে লাঠি খেলা দেখানোর জন্য ওই এলাকায় গিয়েছিল। কিন্তু তারপর কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তাদের জানা নেই। সব মিলিয়ে মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে এদিন দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। বর্তমানে মৃত ওই নাবালকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হ'ল জঙ্গীপুর মহকুমা হাসপাতালের মর্গে।