১৯৯৩ সালের ২১ জুলাই বাংলায় ১৩ জন যুব কংগ্রেস কর্মী শহীদ হন। সেদিন যুব কংগ্রেসের পক্ষ থেকে সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে ভোটাধিকার প্রদান করার উদ্দেশ্যে মহাকরণ অভিযান করা হয়। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর যুব কংগ্রেসের পক্ষ থেকে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠান করা হয়ে থাকে। রবিবার একই ভাবে দিনটিকে স্মরণ করলেন মুর্শিদাবাদ যুব কংগ্রেসের কর্মীরা। এদিন তারা রক্ত দান শিবির করেন। সেখানে প্রায় ৮০ জন রক্তদাতা রক্ত দান করেন। পাশাপাশি বৃক্ষ রোপণ কর্মসূচিও নেওয়া হয়।