দক্ষিণ ২৪ পরগনার আবু সিদ্দিকীর বিচারের ন্যায়ের দাবিতে ডেপুটেশন মালবাজার মহাকুমা শাসকের নিকট নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে পুলিশের মারে মৃত্যু হওয়া যুবক আবু সিদ্দিকীর ন্যায় বিচারের দাবীতে মালবাজার মহাকুমা শাসকের নিকট ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে ঢোলাহাট থানার সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারের বিরুদ্ধে, যিনি আবু সিদ্দিকীকে পিটিয়ে হত্যা করেছেন বলে বলা হচ্ছে। এই ডেপুটেশন পত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট পৌঁছানোর উদ্দেশ্যে মহাকুমা শাসকের মাধ্যমে প্রদান করা হয়। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি মহ সাব্বির, জলপাইগুড়ি জেলা কনভেনার ফিরোজ আলম, মাজিদুল হক, সদস্য মঞ্জির ইসলাম, ছিদ্দিক হোসেন সহ অন্যান্যরা। জলপাইগুড়ি জেলা কনভেনার ফিরোজ আলম বলেন, "অবিলম্বে যদি অভিযুক্ত রাজদীপ সরকারকে গ্রেপ্তার করা না হয় তবে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবো। এছাড়াও, রাজ্য জুড়ে মফ লিঞ্চিং ও উগ্ৰ সাম্প্রদায়িকতা বন্ধ হোক।"