অনুপম হালদার এবং দেবশ্রী রায় দুটি মিউজিক ভিডিও উন্মোচন ‘গুরু প্রনাম’ এবং ‘প্রজেক্ট লকডাউন’

অনুপম হালদার এবং দেবশ্রী রায় দুটি মিউজিক ভিডিও উন্মোচন ‘গুরু প্রনাম’ এবং ‘প্রজেক্ট লকডাউন’

কোলকাতা (২৭ জুলাই '২৪):- পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার ও টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী দেবশ্রী রায়-এর উপস্থিতিতে শনিবার কোলকাতায় প্রকাশিত হল কুশল চ্যাটার্জি গীত ও নির্মিত দুটো মিউজিক ভিডিও অ্যালবাম 'গুরু প্রণাম' ও 'প্রজেক্ট লকডাউন'। ফকির লালন শাহের জন্মের ২৫০ বছরকে স্মরণে রেখে 'গুরু প্রণাম' নামাঙ্কিত মিউজিক ভিডিও অ্যালবাম-এর সাথে কোভিড অতিমারী ও লকডাউনের স্মৃতিকে পাথেয় করে নির্মিত হয়েছে আর এক মিউজিক ভিডিও অ্যালবাম 'প্রজেক্ট লকডাউন' মিলিয়ে মুক্তি পেল ১০ টা গান।

Leave a Reply

error: Content is protected !!