কান্দি কাটোয়া সড়কের সালার থানার জামুলিয়া মোড়ে নাকা চেকিং চলার সময় সালার থানার পুলিশ উদ্ধার করলো ৩৬০০ বোতল ফেনসিডিল। পুলিশ নাকা চেকিং চালানোর সময় একটি গাড়ি দাঁড় করায় যার নাম্বার WB 65C5124 সেই গাড়ি থামিয়ে চেক করার পর উদ্ধার হয় এই ফেনসিডিল সাথে আটক করা হয় দুই জন কে ধৃতদের নাম জাহাঙ্গীর সেখ ও সুকুর সেখ। ধৃতদের বাড়ি সালার থানার পূর্ব সেখপাড়া গ্ৰামে। ধৃতদের আজ এন ডি পি এস ধারায় মামলা দায়ের করে কান্দি মহকুমা আদালতে হাজির করা হয়েছে।